Top 5 This Week

স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নষ্ট জানে না কর্তৃপক্ষ

ছবি সংগৃহিত

বিডিটাইম ডেস্ক:

 

নীলফামারীর ডিমলা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে ভোগান্তি ও শহরে যেতে বেসরকারি অ্যাম্বুলেন্সে বাড়তি টাকা গুনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষজন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সরকারের স্বাস্থ্য বিভাগ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির জন্য তিনটি অ্যাম্বুলেন্স দেয়। এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স আগে থেকেই অচল। এর মধ্যে আরেকটি নষ্ট হয়ে পড়েছে। উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ায় বিপাকে উপজেলার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধুচক্রের যোগসাজশে এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনার ঘাটতির সুযোগ নিয়ে একটি চক্র এ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবসা গড়ে তুলেছে। হাসপাতালের ভেতরেই তাদের অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড। কিন্তু তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।

এ হাসপাতাল থেকে প্রতিদিন অন্তত ৮-১০ জন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যেতে হয়। এ ছাড়া হাসপাতালের গ্যারেজে আগে থেকেই দুটি অ্যাম্বুলেন্স বছরের পর বছর নষ্ট হয়ে পড়ে আছে। এগুলো মেরামত করে কাজে লাগানোর বিষয়েও উদাসীন কর্তৃপক্ষ।

জানতে চাইলে অ্যাম্বুলেন্সচালক আব্দুল হাকিম বলেন, হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত। সচল অ্যাম্বুলেন্সটি ১০-১৫ দিন হলো বিকল হয়েছে।

তবে অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে সেবা বন্ধ থাকার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish