Top 5 This Week

রাজাকার, রাজাকার’, স্লোগানে মুখর কুবি

কুবি প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে ‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার’, ‘কিসের তোর অধিকার,তুই বেটা রাজাকার’ স্লোগান দিয়ে মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। আজ রবিবার (১৪ জুলাই) রাত ১১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, শেখ হাসিনা হলে দফায় দফায় স্লোগান দিতে দেখা যায়।

পরে সাড়ে ১১ টার দিকে  বঙ্গবন্ধু ও নজরুল হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হোন। এসময় শিক্ষার্থীরা— ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ‘তুমি কে, আমি কে?

রাজাকার,  রাজাকার’, কিসের তোর অধিকার,তুই বেটা রাজাকার’ তুই বেটা রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড় স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানকালে মুক্তিযোদ্ধা বাদে সবাইকে রাজাকারের সন্তান ও নাতি বলেছেন। যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছেন । তাঁর বক্তব্য অনুযায়ী আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি। উল্লেখ্য, রবিবার(১৪ জুলাই)  বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ‘ মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ‘ এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish