বিডিটাইম ডেস্ক:
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে নিপীড়নবিরোধী শিল্পসমাজ । বৃহস্পতিবার (২ আগষ্ট) নিপীড়নবিরোধী শিল্পসমাজ একটি প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানা যায় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা শিল্পীসমাজের পক্ষ থেকে চলমান রাষ্ট্রীয় অনাচার, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য মনে করি। বিগত বহু বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর অনুপস্থিত। সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার হারিয়েছে, ভোটাধিকার বঞ্চিত হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাক থাকার অধিকার হারিয়েছে। নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকার রুদ্ধ করা হয়েছে। বহুদিন থেকেই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার মানুষজন নানারকম সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।
আজকে দেশের ক্রান্তিলগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র-জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং তা দমনের নামে নির্বিচার হত্যাকাণ্ড চলেছে তখন শিল্পী সমাজের হয়ে প্রতিবাদ জানানোর সময় হয়েছে বলে আমরা মনে করি। ‘গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পীসমাজ’ আন্দোলনরত ছাত্র-জনতার সাথে সংহতি জানাতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনটি দাবি ও উল্লেখ করেন শিল্পীরা
দাবিগুলো হলো ,আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও গণ মামলা বন্ধ করে অবিলম্বে আটককৃত ছাত্র-জনতাকে মুক্তি দেয়া, কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় গুন্ডাবাহিনী মুক্ত করা, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ।