ইবি প্রতিনিধি:
দেশব্যাপী চলমান ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির ঘটনার প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিপীড়নবিরোধী শিক্ষকরা।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে উপস্থিত হন শিক্ষকরা। এদিকে একই সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার প্রদক্ষিণ করে শিক্ষকদের সাথে সমবেত হন।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এবিএম জাকির হোসেনসহ অর্ধশত শিক্ষক।
সমাবেশে বক্তারা বলেন, আজকে আমরা গোটা জাতি বাকরুদ্ধ। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই আজকের পর থেকে যদি আমাদের কোন শিক্ষার্থীর বুকে গুলি চালানো হয়, কাউকে বেআইনিভাবে হয়রানি করা হয় আমরা শিক্ষক সমাজ কিন্তু বসে থাকবো না। আমরা জানি অনুমতি ছাড়া একজন পুলিশ সদস্যেরও গুলি করবার ক্ষমতা নেই। এত অল্প সময়ে এতসংখ্যক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা আমরা ইতিহাসে কখনোই খুঁজে পাবো না।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও ছাত্ররা এতো প্রাণ দেয় নাই আজকের ছাত্রসমাজ যতটা প্রাণ দিয়েছে। আমি গত ১০দিন ধরে ঘুমাতে পারছি না। আমার সন্তান যখন বলে আমাকে কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামতে দিচ্ছো না, তখন আমার উত্তর দিতে পারি না। ২৬৬ টি প্রাণের বিনিময়ে কোটা মেনে নিলেও তাদের এই রক্তঝরা তাজা প্রাণের সাথে নাটক করা হয়েছে। শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাচ্ছি। যদি সেটি করতে আপনি ব্যর্থ হন তাহলে সকল দায়দায়িত্ব ছেড়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করুন৷