যবিপ্রবি প্রতিনিধি:
৫ই আগস্ট (সোমবার) সরকার পতনের পর থেকেই দেশের সাধারণ মানুষ এবং সংখ্যালঘুরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে যবিপ্রবির শিক্ষার্থীরা ২০ সদস্যের একটি ভলান্টিয়ার টিম গঠন করেছেন। সাধারণ মানুষ এবং সংখ্যালঘুরা নিরাপত্তা এবং সাহায্যের জন্য টিমের সদস্যদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন।
ভলান্টিয়ার টিমের সদস্য ইইই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রাফিদ বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই জানি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভঙ্গুর। সাধারণ মানুষ আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা আমাদের কাছ থেকে সেবা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আমরা আমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করছি।”
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ভলান্টিয়ার জুবায়ের বলেন, “দেশের এই ক্রান্তিকালে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বিভিন্ন দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা সরকারি, ব্যক্তিমালিকানা স্থাপনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে। এই অবস্থায় আমাদের সকলের উচিত সরকারের ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তার লক্ষ্যেই আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছি।”