Top 5 This Week

রাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত প্রফেসর ড. মো. মাহবুবর রাহমান কে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।এ দায়িত্ব প্রদানকালে তিনি প্রতি মাসে ছয় হাজার টাকা মাসিক হারে সম্মানী পাবেন।

মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্নাতক এবং ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে, তিনি ফ্রান্সের ক্লদ বার্নার্ড ইউনিভার্সিটি লিয়ন ১ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অন্যদিকে ২০০৪ সালে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করার মাধ্যমে তিনি রাবিতে শিক্ষাগত ক্যারিয়ার শুরু করে এবং ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য, এর আগে ৮ আগস্ট সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish