Top 5 This Week

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থী-ছাত্রদলের পাল্টপাল্টি মিছিল

Spread the love

কলেজ প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানার নিয়ে শোডাউন ও ছাত্রী মিলনায়তনে বিনা অনুমতিতে প্রবেশের প্রতিবাদে মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কলা ভবনের সামনে থেকে ছাত্রদলের গতকালের ব্যানার ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীদের একজন। মিছিলের পরপর একই স্থানে অবস্থান নেয় ছাত্রদল নেতারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র মো. জাহিদুল ইসলাম নেতৃত্বে শতাধিক ছাত্র-ছাত্রী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। কলেজের ডিগ্রি শাখার কলা ভবন থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন, মিলিনিয়াম ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে প্রশাসিক ভবনের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা, ক্যাম্পাসে রাজনীতি, চলবে না চলবে না। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এবং ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দলীয় রাজনীতি চলবে না, চলবে না। ট্যাগের রাজনীতি, চলবে না, চলবে না। লেজুড়ভিত্তিক রাজনীতি চলবে না, চলবে না। দিয়েছিতো রক্ত, আরো দেবো রক্তসহ নানান ধরনের স্লোগান দিতে দেখা যায়।

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ও বিক্ষোভ মিছিলে উপস্থিত জুলেখা আক্তার বলেন, গতকাল মেয়েদের কমন রুমে ১৫-২০ জন বহিরাগত লোক প্রবেশ করেন। মেয়েরা তখন অপ্রস্তুত ছিল। মেয়েদের রুমে ছেলেদের প্রবেশ নিষেধ। অনেক মেয়ে তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল। অসুস্থ মেয়েরা এখানে শুয়ে থাকে। তারা কেনো প্রবেশ করবে? সেখানো কোন শিক্ষকও প্রবশ করেন না। অথচ বহিরাগতরা কলেজে ঢুকে আবার মেয়েদের সংরক্ষিত কক্ষে প্রবেশ করেছে।

প্রথম বর্ষের ছাত্র তানজির হোসেন বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও  রাজনৈতিক ব্যানার নিয়ে শোডাউন ও ছাত্রী মিলনায়তনে বিনা অনুমতিতে প্রবেশ করে ছাত্রীদেরকে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমরা আবরারের মতো আর কেউ রাজনীতির শিকার হোক তা চাই না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য  সাইফুল ইসলাম মহিন বলেন, গত অধ্যক্ষ একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়ে রাজনীতি নিষিদ্ধ করেছেন। বর্তমান অধ্যক্ষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি অবহিত করেছে। তবু কেনো ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক হবে! আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা অধ্যক্ষের অনুমতি নিয়ে মৌন মিছিল করেছি। মেয়েদের কমন রুমে প্রবেশের পূর্বে তাদের থেকে অনুমতি নেওয়া হয়েছে। এ বিষয়টা নিয়ে শিবির রাজনীতি করতেছে। তারা নিজস্ব রাজনীতি স্টাবলিস্ট করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা। সোমবার (৭ অক্টোবর) ‘নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার’ গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মিছিল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish