Top 5 This Week

তিন উপদেষ্টাকে ‘বিএনপির মুখপাত্র’ দাবি করে পদত্যাগের আল্টিমেটাম নাসীরুদ্দীন পাটওয়ারীর

বিডিটাইম ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নেমে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে সরাসরি বিএনপির মুখপাত্র বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সেই সঙ্গে ইসি পুনর্গঠনে ‘জাতীয় ঐকমত্য কমিশনের’ সুপারিশ না মানলে বড় কর্মসূচির মাধ্যমে এই উপদেষ্টাদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২১মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীর পাটওয়ারী।

তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশের শিক্ষা খাত ধ্বংস করতে ওয়াহিদউদ্দিন ভাই কাজ করছেন, আর্থিক খাত ডুবাতে সালেহউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয় বিপর্যস্ত করতে আসিফ নজরুল ভাই কাজ করছেন।”

নাসীর পাটওয়ারী বলেন, “এই অন্তর্বর্তী সরকার গণ–অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আসিফ নজরুলসহ যাঁরা ইসি পুনর্গঠনের নামে চালাকি করেছেন, তারা সরাসরি সেই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।”

তিনি দাবি করেন, নির্বাচন কমিশনারদের পদত্যাগ ও কমিশন পুনর্গঠন নিয়ে যে সুপারিশ ‘জাতীয় ঐকমত্য কমিশন’ দিয়েছে, তা যদি মানা না হয়, তাহলে “বড় কর্মসূচি দিয়ে ওই তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।”

নাসীর পাটওয়ারী আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। “স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না”—এই ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান ইসির অধীনে এনসিপি নির্বাচনে যাবে না।

সমাবেশে উপস্থিত এনসিপির নেতা–কর্মীরা ‘ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা’, ‘ফ্যাসিবাদের কমিশন মানি না মানব না’, ‘খুনি হাসিনার কমিশন মানি না মানব না’—এমন নানা স্লোগান দেন।

ঢাকা মহানগর এনসিপির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ হয় নির্বাচন কমিশন ভবনের সামনেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish