বিডিটাইম ডেস্ক
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটি শেষে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে পারেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, সরকার ইতিমধ্যে আসাদ আলমকে দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে তাকে ঢাকায় ফেরানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটন থেকে আসাদ আলম সিয়াম প্রথম আলোকে জানান, “জুনের মাঝামাঝি সময়ে ঢাকায় ফেরার জন্য আমাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক আদেশ হাতে পাইনি।”
আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফিলিপাইনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি রাষ্ট্রাচারপ্রধানের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি তৎকালীন পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দপ্তরে পরিচালক হিসেবে কাজ করেন।
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় ফেরার পর সরাসরি পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিতে পারবেন না আসাদ আলম, কারণ তিনি এখনো অতিরিক্ত সচিব পদে রয়েছেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এদিকে নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান সচিব রুহুল আলম সিদ্দিকী, যিনি আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন।
এর আগে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হলেও তিনি ছুটির জন্য আবেদন করেছেন।