বিডিটাইম ডেস্ক
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়কদের মধ্যে অনিয়ম নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—সাজেদুল ইসলাম সবুজ, রনজু মিয়া, মেহেদী হাসান রনি ও রাফি। স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নেন সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ এবং ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের বিলও উত্তোলন করেন। বৃহস্পতিবার তার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হলে প্রকল্প ও অর্থ নিয়ে প্রশ্ন তোলেন অপর পক্ষের কয়েকজন সমন্বয়ক। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ বাধে।
ঘটনার বিষয়ে সাজেদুল ইসলাম সবুজ বলেন, “জেলা ও কেন্দ্রীয় কমিটির নির্দেশে সভার আয়োজন করি। এসময় ছাত্রদল-যুবদলের কিছু ছেলে এসে আমার উপর হামলা চালায়।”
অন্যদিকে মেহেদী হাসান রনি বলেন, “সবুজ প্রকল্প নিয়ে অনিয়ম করেছেন। আমরা তার কাছে ব্যাখ্যা চাইলে সে আমাদের ওপর হামলা চালায়।”
আহত রাফি অভিযোগ করেন, “সবুজ নিজের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে উপজেলায় প্রকল্প নিয়ে দুর্নীতি করে আসছেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”