Top 5 This Week

বিডিটাইম ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নাজমুন নাহারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (২৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা নাজমুন নাহারের কক্ষের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, তিনি নন-টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হওয়ায় একজন টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন।

শিক্ষার্থীরা জানান, তাঁরা অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁকে দপ্তর থেকে বের হতে দেবেন না। এই দাবিতে তাঁরা ছয় ঘণ্টা অবরোধ কর্মসূচি চালান।

রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অধ্যক্ষকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়। এরপর শিক্ষার্থীরা তাঁর দপ্তরে তালা মেরে দেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, “অধ্যক্ষ নাজমুন নাহার সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, যা নিয়ে শিক্ষার্থীদের আপত্তি রয়েছে।”

অধ্যক্ষ নাজমুন নাহার বলেন, “সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ করেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish