Top 5 This Week

মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে যুবককে কুপিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

বিডিটাইম ডেস্ক

রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিনে-দুপুরে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদা রঙের একটি মোটরসাইকেলে থাকা তিন যুবকের মধ্যে দুজন তার পথরোধ করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভুক্তভোগী বাধা দিলে মুখে মাস্ক পরা দুই ছিনতাইকারী চাপাতি বের করে তাকে কুপিয়ে আহত করে। আশপাশে থাকা কুকুরগুলো এসময় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।

পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালাতে চাইলে ভুক্তভোগী মোটরসাইকেলের সামনে গিয়ে চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এতে ছিনতাইকারীরা আরও ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে পুনরায় চাপাতি দিয়ে তাকে সজোরে কোপাতে থাকে। এরপর তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

রোববার (২৫ মে) রাতে এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবুও ভুক্তভোগী এবং অভিযুক্তদের শনাক্তে আমরা কাজ করছি। শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish