Top 5 This Week

ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, ককটেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

বিডিটাইম ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, রিভলবারের গুলি ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে।

রোববার (২৫ মে) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছে।

গ্রেপ্তার সামিরুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং তিনি জামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। অপর অভিযুক্ত নান্নু আলী একই ইউনিয়নের পিয়ার আলীর ছেলে।

ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট এলাকা থেকে ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল, ৭টি বিভিন্ন সাইজের রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়। এছাড়া নান্নুর বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও ৫টি অবিস্ফোরিত ককটেল। পাশাপাশি ওই এলাকায় পরিত্যক্ত একটি স্থানে একটি দেশি রিভলবার ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়।

সেনাবাহিনী অভিযানে উদ্ধারকৃত সকল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য এবং দুই অভিযুক্তকে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, “রোববার সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish