Top 5 This Week

চট্টগ্রামে ইসকনের হামলায় ১ আইনজীবী নিহত

Spread the love

বিডিটাইম ডেস্ক :

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বাধাদানকারী ইসকন সর্মথকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কোতোয়ালীর রঙ্গিম সিনেমা হলের পাশের মেথর পট্টি থেকে আহত অবস্থায় ওই আইনজীবীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বেনারকে বলেন, “মেডিকেলে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো জখম ছিল।”

হামলার এ ঘটনায় আহত আরো ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্টদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করে আদালত।

প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতের শুনানির পর বেলা ১২টা ২০ মিনিটে চিন্ময়কে পুলিশের প্রিজনভ্যান তোলা হয়। তখন তার সমর্থকরা প্রিজনভ্যানটি ঘিরে ধরে তাঁর মুক্তির দাবি জানায়। এছাড়া আদালত চত্ত্বর থেকে বের হওয়ার সড়কটিতে পুরাতন পিকআপ ভ্যান দিয়ে পথ রোধ করা হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা পুলিশের প্রিজন ভ্যানটির চাকা ছিদ্র করে দেয়।

“এরপর বেলা পৌনে তিনটার দিকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে এবং লাঠিচার্জ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পর চিন্ময় দাসকে পুলিশের একটি পিকআপে করে কারাগারে নেওয়া হয়,” বলেন তিনি।

এদিকে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর ও গতকাল শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish