Top 5 This Week

বগুড়ায় ফেসবুক লাইভে এসে ফ্রিল্যান্সারের আত্মহত্যা

বিডিটাইম ডেস্ক

বগুড়ার ধুনটে ফেসবুক লাইভে এসে রাসেল আহম্মেদ (৩৫) নামের এক যুবক বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত রাসেল আহম্মেদ ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী গ্রামের সোনা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অনলাইন ফ্রিল্যান্সার ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাসেল নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি লাইভে এসে “অ্যালুমিনিয়াম ফসফাইট” নামক দুটি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। লাইভে বিষয়টি নজরে এলে প্রতিবেশীরা তাৎক্ষণিক তার ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাসেলের বাবা সোনা মিয়া বলেন, “অন্যের ফেসবুকের মাধ্যমে জানতে পারি রাসেল লাইভে এসে বিষ খেয়েছে। এরপরই আমরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রাসেল বিয়ে করেন ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়ার লুৎফর রহমানের মেয়ে নাদিয়া আক্তার প্রেমাকে। বিয়ের পর থেকে তারা ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রাসেল আত্মহত্যা করেছেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ফেসবুক লাইভে এমন মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish