Top 5 This Week

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ‘এক্সেল বাবু’ গ্রেপ্তার

বিডিটাইম ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) সহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া এক্সেল বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’ এবং ‘রেড ভলক্যানো’র গডফাদার হিসেবে পরিচিত। এছাড়া দুর্ধর্ষ অপরাধী কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের সঙ্গেও তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।

আইএসপিআর জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তিতে সকল নাগরিককে অনুরোধ করা হয়েছে, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।

এই অভিযানের মাধ্যমে রাজধানীর অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish