Top 5 This Week

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিষেধাজ্ঞা: সোমবার ও বৃহস্পতিবার বন্ধ

বিডিটাইম ডেস্ক

এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। এর আগে শুধু সোমবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও নতুন নির্দেশনায় বৃহস্পতিবারও যুক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বুধবার (২৮ মে) দায়িত্বশীল এক সূত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠিও ইস্যু করা হবে বলে জানা গেছে।

এর আগে ২৭ মে (মঙ্গলবার) অনিবার্য কারণে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ এক দিনের জন্য বন্ধ রাখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগের রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনিবার্য কারণবশত ২৭ মে (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।”

সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে এবং নির্বিঘ্নভাবে সরকারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে সচিবালয় ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৬ মে রাতেই ডিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ডিএমপির নির্দেশনায় বলা হয়,“গত ১০ মে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে।”

সব মিলিয়ে সচিবালয়ে নিরাপত্তা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে দর্শনার্থী ও গণজমায়েত নিয়ন্ত্রণে কঠোরতা বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish