Top 5 This Week

সমাধান বাংলাদেশের জনগণই: আমীর খসরু

বিডিটাইম ডেস্ক

দেশের সমস্যা নিয়ে বিদেশে বলার চেয়ে দেশের জনগণের সঙ্গে কথা বলেই সমাধান খোঁজার উপর গুরুত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “সমাধান একটাই—বাংলাদেশের জনগণ। বিদেশে গিয়ে সমস্যার কথা বলে কোনো লাভ নেই।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলজিইডি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কারও নাম না নিয়ে আমীর খসরু বলেন, “কোনো কথা বললে দেশের ভেতরে বললেই ভালো। বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভেতরে বললে ভালো। এটা তো বাংলাদেশের সমস্যা। এই সমস্যা বাইরে গিয়ে বলে তো কোনো লাভ নেই। আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে। বারবার বিদেশে গিয়ে এসব বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না।”

তিনি আরও বলেন, “দিন শেষে সংস্কার বলেন, বিচার বলেন, যাই বলেন না কেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই অস্ত্র—বাংলাদেশের জনগণ।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, “নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। কোনো দল চায় না চায় সেটা মুখ্য নয়, গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়—দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, শহীদ জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতা–কর্মীদের মধ্যে স্পিড থাকতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে। স্পিড চলে গেলে হবে না।”

চট্টগ্রাম নগর বিএনপির আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব নাজিমুর রহমান।

সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।

এর আগে সকাল বেলায় বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish