Top 5 This Week

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে যবিপ্রবিতে প্রতীকী চিত্র প্রদর্শন

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক “ফিলিস্তিন সংহতি দিবস” উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক চলমান নারকীয় আগ্রাসনের ‘প্রতীকী চিত্র প্রদর্শন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতীকী চিত্র প্রদর্শন আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানুষ, মা-বোনেরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আসছে। একজন মুসলিম হিসেবে আমরা তাদের ব্যথাটা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষও প্রথম থেকেই এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের বেদনার সাক্ষী হতে এই প্রতীকী চিত্র প্রদর্শনে একত্রিত হয়েছি।

উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish