যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন। আগামী দুই বছরের জন্য তিনি ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
রবিবার (১ নভেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন-এর দায়িত্বের মেয়াদ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে শেষ হবে তায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা অনুযায়ী ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠতম সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ, কে ৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. হতে ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।