যবিপ্রবি প্রতিনিধি:
জিন সম্পাদনা, সিন্থেটিক বায়োলজি, পরিবেশবান্ধব জৈবপণ্য উৎপাদন, বায়োইনফরমেটিক্সসহ জীবপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভাগের প্রথম জাতীয় সম্মেলন।
শনিবার, ৩১ মে সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয় “First National Conference and Training on Emerging Trends in Biotechnology” শীর্ষক এই সম্মেলন। এতে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “যবিপ্রবিতে শুরু হয়েছে কনফারেন্স কার্নিভাল। মাসব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা। আমরা বিশ্বাস করি, নতুন গবেষণার মাধ্যমে যবিপ্রবি দেশ ও জাতিকে নতুন কিছু উপহার দেবে। বর্তমানে দেশে বায়োটেকনোলজি খাতে চাকরির বাজার এখনও পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি, যার ফলে অনেক শিক্ষার্থী বিদেশে চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি এই খাতে কর্মক্ষেত্র গড়ে তোলা যায়, নতুন উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে এ বিভাগ জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”
সম্মেলনের মূল বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। আরও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রশীদ।
তাঁরা বাংলাদেশের প্রেক্ষাপটে জিনপ্রযুক্তি গবেষণা, সমসাময়িক উদ্ভাবন, চিকিৎসা খাতে জীবপ্রযুক্তির প্রভাব, মলিকুলার গবেষণা প্রভৃতি বিষয়ে তাঁদের গবেষণালব্ধ অভিজ্ঞতা ও তথ্য স্লাইড উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
সকালের সেমিনার পর্ব শেষে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন সেশন। এতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাঁদের গবেষণাপ্রবণ প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা নিয়ে পোস্টার আকারে উপস্থাপন করেন।
দুপুর পর্বে আয়োজন করা হয় একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা – “Hands-on Training on Computational Biology: Primer Designing”। এতে অংশগ্রহণকারীরা কম্পিউটেশনাল বায়োলজির ব্যবহারিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন।
বিকেল সাড়ে ৪টায় সম্মেলনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় এবং পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. এ. এম. সরাজ, সহযোগী অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান, ড. মো. আব্দুর রউফ সরকারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী অর্ণব কুমার সেন ও শান্তা সেন।