Top 5 This Week

যবিপ্রবিতে কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি:

কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন ’ শীর্ষক সেমিনার যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট রোবো সোসাইটি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। শিক্ষার্থীরা যখন গবেষণা এবং উদ্ভাবনের মধ্যে থাকবে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাংকিং এ ভালো অবস্থান বৃদ্ধি পাবে।

আমরা টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছি আর এটি আমাদের জন্য একটি অর্জন যা আমরা ধরে রাখতে চাই। আমাদের ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স টেকনোলজি ব্যবহার বৃদ্ধি করতে হবে যা শিল্প-কলকার খানাগুলোতে জনশক্তির পরিমাণ কমিয়ে দিবে তবে উৎপাদন সক্ষমতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সহ বিশ্বের যেকোন কৃত্তিম বুদ্ধিমত্তার জায়গায় যদি টেকনোলজি কম্পিটিশন বা কোন প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়, আমি চাইবো আমাদের যবিপ্রবির ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

যশোর আইটি পার্কের দুইটি ল্যাব আমাদের শিক্ষার্থীদের গবেষণা করার জন্য নিয়েছি। এই ল্যাব আমাদের শিক্ষার্থীরা ব্যবহার করে উন্নত মানের গবেষণা করতে পারবে এবং উদ্ভাবনী চিন্তাশক্তি দিয়ে প্রযুক্তিগত দিক থেকে দেশকে এগিয়ে নিযে যাবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ডেলোইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহারিয়ার হোসেন। তিনি বিশ্ব বাজারে কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের গুরুত্ব তুলে ধরেন।

নতুন কিছু আবিষ্কার, প্রতিবন্ধকতা, প্রসেস বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও সেমিনারের আগে পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, ই-ফুটবল, বিভিন্ন রকম স্মার্ট ফোন বেস বায়োসেন্সর, মাল্টি পার্পোজ রোবট লাইন, ফোলোয়িং রোবটসহ নানরকম প্রোজেক্ট দেখানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন রোবোটিক্স সোসাইটির সাধারণ সম্পাদক ইনজামামুল হক শিশির প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish