বিডিটাইম ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে ২৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ১ জন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫২ জন।
মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৫০ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ হার হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন, যা ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।