বিডিটাইম ডেস্ক
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইরানি এক দম্পতির ওপর হামলা চালিয়ে মোবাইল, ডলার ও বিদেশি পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ চারজনকে আটক করে।
সোমবার (২ জুন) দুপুর ১২টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনি-রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন।
তিনি জানান, আক্রান্ত ইরানি নাগরিকরা হলেন হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭)। তারা রোববার ঢাকা থেকে রংপুর ভ্রমণে আসেন এবং নিজেই গাড়ি চালিয়ে গুগল ম্যাপ ব্যবহার করে ভুল করে তারাগঞ্জ এলাকায় প্রবেশ করেন। বিদেশি মুদ্রা ও ভাষাগত জটিলতার কারণে স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কিছু ব্যক্তি উল্টো তাদের মারধর করে মোবাইল, বিদেশি মুদ্রা, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
খবর পেয়ে সেনাবাহিনীর পেট্রোল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইরানি দম্পতিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং তল্লাশি চালিয়ে ছিনতাইকৃত সব জিনিসপত্র উদ্ধার করে।
পরবর্তীতে ইরানি দম্পতিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে সেনা কর্মকর্তা মেজর সানিয়াত চৌধুরী বলেন,”যারা বিদেশিদের ওপর হামলা চালিয়ে দেশের সুনাম ক্ষুণ্ন করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চাওয়া যেকোনো সন্ত্রাসী ও অপরাধীদের কঠোরভাবে দমন করবে সেনাবাহিনী।”
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন,”ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক ক রা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইরানি দম্পতির ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।”