Top 5 This Week

জনমনের শঙ্কা দূর করতে উপযুক্ত সময়েই নির্বাচনের তারিখ ঘোষণা করুন : জামায়াত

বিডিটাইম ডেস্ক

জনমনের শঙ্কা দূর করতে উপযুক্ত সময়েই নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে উপযুক্ত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেই জনমনে যে শঙ্কা ও অস্থিরতা বিরাজ করছে, তা দূর হবে বলেও মন্তব্য করেন তিনি
সোমবার (২ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সর্বদলীয় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। তবে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যেসব উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে, তা দূর করতে হলে দ্রুত তারিখ ঘোষণা করা প্রয়োজন।”

ডা. তাহের বলেন, “জুন ও মে মাস আবহাওয়াগত কারণে নির্বাচন আয়োজনের জন্য উপযোগী নয়। তাই আমরা বলেছি, ডিসেম্বর থেকে এপ্রিল—এই সময়সীমার মধ্যে কোনো সুবিধাজনক দিনে ভোটের তারিখ নির্ধারণ করলে জনমনে স্বস্তি ফিরে আসবে।”

তিনি আরও জানান, “যত দ্রুত তারিখ চূড়ান্ত হবে, রাজনৈতিক দলগুলোর জন্য ততই প্রস্তুতি নেওয়া সহজ হবে। পাশাপাশি আমরা প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ নির্বাচনকে সকলের জন্য সমতল ময়দান—লেভেল প্লেয়িং ফিল্ড—করার দাবিও জানিয়েছি।”

সংস্কারের বিষয়ে ডা. তাহের বলেন, “জুলাই মাসের মধ্যেই প্রয়োজনীয় নির্বাচনমুখী সংস্কার শেষ করতে হবে। এরপর একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন হবে, যেখানে সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়ে স্বাক্ষর করবে।”

তিনি আরও যোগ করেন, “এই সংস্কার ও সনদ নির্বাচনের প্রতি জনগণের আস্থা বাড়াবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।”

জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টিসহ ৩০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish