বিডিটাইম ডেস্ক
রাজধানীর মিরপুরের পল্লবীতে আলোচিত ‘ব্লেড বাবু’ হত্যা মামলার পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ জুন) তাকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ জুন) তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।
ডিবির মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনাহর আলী শরীফ জানান, ব্লেড বাবু হত্যাকাণ্ডের বিষয়ে মুসাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানায়, নিহত মঞ্জুরুল ইসলাম ওরফে ব্লেড বাবু পল্লবীর আলোচিত শাহীন উদ্দিন হত্যা মামলার আসামি এবং স্থানীয় অপরাধ জগতের ‘মামুন গ্রুপ’-এর সদস্য ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে ‘মামুন গ্রুপ’ ও মুসার নেতৃত্বাধীন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
২০২৫ সালের ২০ জানুয়ারি পল্লবীতে কুপিয়ে হত্যা করা হয় ব্লেড বাবুকে। তদন্তে উঠে এসেছে, এ হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন মুসা। হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান।
এর আগে, ২০২২ সালের ২৪ মার্চ ঢাকার মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মুসা। ঘটনার পর তিনি বিদেশে পালিয়ে যান এবং ওই বছরের ৯ জুন ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়। জামিনে মুক্তি পান ২০২৫ সালের ৩ জানুয়ারি।
পুলিশ বলছে, পল্লবীর অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার, দলগত বিরোধ এবং পূর্বের রেষারেষির জেরে এ হত্যাকাণ্ড ঘটে।