Top 5 This Week

বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রফিক ও সিয়াম

Spread the love

 

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক মানবকণ্ঠ ও দি ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সময়ের কণ্ঠস্বর ও দেশ দেশান্তর ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: তাওসিক জারিফ সিয়াম।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে বিকাল ৪ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার-১ ড. শেখ মো: মামুন কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার-২ ইহসান ইলাহী সাবিক।

নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: রাবী সিদ্দিকী জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল জাবের রাফি, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাতুল সাহা ও কার্যনির্বাহী সদস্য মো: রাফি সারোয়ার।

বিকালে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, সহকারী নির্বাচন কমিশনার-১ এবং সহযোগী অধ্যাপক ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. শেখ মো: মামুন কবীর, সহকারী নির্বাচন কমিশনার-২ ও হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ফরহাদ হোসাইন, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক ড. মো: মাসুম, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো: কাউসারু ইসলাম, চ্যানেল–24 এর স্পেশাল করেসপন্ডেন্ট মাকসুদ উন নবি এবং ইমটেক্স সল্যুশনস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মইদুল ইসলাম (মইদ)
ব্যবস্থাপনা পরিচালক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন যথাক্রমে মাহবুব আলম রিয়াজ ও মো: রফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish