Top 5 This Week

রাজশাহীতে চাঁদা না পেয়ে কাঠ ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় এক কাঠ ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (৯ জুন) দুপুরে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল হান্নান।

আবদুল হান্নান উপজেলার হাতিনাদা গ্রামের বাসিন্দা। তিনি জানান, বানেশ্বর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশ ও বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন হান্নান।

ঘটনার শুরু চায়ের দোকানে। আবদুল হান্নানের ছোট ছেলে তুষার আহমেদ নন্দনপুর বাজারে চা খাওয়ার সময় রফিকুল ইসলামের সঙ্গে চোখাচোখি হয়। এ ঘটনায় রফিকুল তাকে মারধর করেন। পরে রফিকুল ইসলাম লোকজন নিয়ে হান্নানের বাড়িতে হামলা চালান। হান্নান ও তার বড় ছেলে পাশের একটি বাড়িতে পালিয়ে যান।

হান্নানের অভিযোগ, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে রান্নাঘর, খড়ির ঘর ও একটি ছোট ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি ছাগল ও একটি গরু পুড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় যুবক ইকবাল হোসেন বলেন, চায়ের দোকানে তুষার ও তার মামাতো ভাই হাসাহাসি করছিল। রফিকুল ইসলাম ভেবেছিলেন, তাকে নিয়ে হাসা হচ্ছে। এরপরেই তিনি উত্তেজিত হয়ে মারধর ও হামলার ঘটনা ঘটান।

অভিযুক্ত রফিকুল ইসলামের বাড়ি হান্নানের বাড়ির পাশেই। তবে ঘটনার পর বাড়িতে তালা ঝুলছে, কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, রফিকুল নিজের বাড়িতে কুড়ালের কোপ দেখিয়ে পাল্টা হামলার নাটক সাজানোর চেষ্টা করছেন।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন বলেন, আবদুল হান্নানের দায়ের করা অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish