Top 5 This Week

কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সূচি এখনও নির্ধারিত নয়

বিডিটাইম ডেস্ক

লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে তাঁর কোনো বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। তিনি ১৪ জুনের মধ্যে যুক্তরাজ্যে ফিরে এলে এবং তাঁর সময়সূচি মিললে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

স্থানীয় সময় আজ মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে অধ্যাপক ইউনূস আজ সকালে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি ডরচেস্টার হোটেলে যান।

প্রেস সচিব জানান, ডরচেস্টার হোটেলেই দুপুর ১২টায় এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং দুপুর সাড়ে ১২টায় মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত বৈঠক হয়।

বেলা ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে অধ্যাপক ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সফরকে ঘিরে অধ্যাপক ইউনূসের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish