বিডিটাইম ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী ১৩ জুন সকালে লন্ডনে অনুষ্ঠিত হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “এই বৈঠকের নির্দিষ্ট কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠকটি স্বাভাবিক।”
তিনি আরও জানান, এ বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এবং ‘জুলাই চার্টার’সহ যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি এরই মধ্যে ইউরোপীয় বিমান সংস্থা, ব্রিটিশ এমপি ও কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন।
এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকটি বাংলাদেশে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা নির্ধারণে দৃষ্টিগোচর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।