বিডিটাইম ডেস্ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২০২৫ চক্রের ফাইনালে প্রথম দিনেই দাপট দেখিয়েছে দুই দলের বোলাররা। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে বুধবার শুরু হওয়া এই ফাইনালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৬.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৩ রানে প্রথম দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তারা এখনো ১৬৯ রানে পিছিয়ে।
টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণে। প্রথম সেশনেই তারা হারায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট। উসমান খাজা রানের খাতা না খুলেই কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ হন। একই ওভারে রাবাদা ফেরান ক্যামেরন গ্রিনকেও। এরপর জানসেনের দারুণ বোলিংয়ে ফিরে যান লাবুশেন (১৭) ও ট্রাভিস হেড (১১)।
দ্বিতীয় সেশনে কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ (৬৬) ও বিউ ওয়েবস্টার (৭২) ভালো জুটি গড়লেও শেষ পর্যন্ত টিকতে পারেননি কেউই। ওয়েবস্টার ছাড়া নিচের সারির ব্যাটাররা কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। জানসেন ৪টি ও রাবাদা ৩টি উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকাও ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ওভারেই তারা হারায় ওপেনার মার্করামকে (০)। এরপর একে একে রায়ান রিকেলটন (১৬), উইয়ান মুলডার (৬) ও ট্রিস্টান স্টাবস (২) ফিরে যান। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ২টি ও কামিন্স ও হ্যাজেলউড ১টি করে উইকেট নেন।
প্রথম দিন শেষে দুই দল মিলিয়ে ১৪ উইকেট পড়ায় ম্যাচের গতিপথ বেশ নাটকীয় রূপ নিয়েছে। বল-প্রাধান্য প্রথম দিনে ফাইনালকে দিয়েছে রোমাঞ্চকর আবহ।