বিডিটাইম ডেস্ক
মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হোয়ানক” (পুসাহ)-এর ২০২৫–২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের পারভেজ মোশাররফ।
সোমবার (৯ জুন) হোয়ানক কলেজ অডিটোরিয়ামে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। এটি ছিল পুসাহ-এর ৫ম কার্যনির্বাহী কমিটি।
নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহসভাপতি: আশেক আশরাফুল (চবি), আফিফা খানম মুন্নি (কুবি), যুগ্ম সম্পাদক: উম্মে জুবাইরুন্নেছা ময়না (শেবাচিম), উম্মে হাবিবুন্নেছা ইসমা (ডুয়েট), সাংগঠনিক সম্পাদক: আশেক মো. নজিবুল্লাহ চৌধুরী (জাককানইবি), অর্থ সম্পাদক: মো. ওসামা বিন গণি (চবি), প্রচার সম্পাদক: মো. সালাহ উদ্দিন (চবি), শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু আরিফ নাঈম (রাবিপ্রবি), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আবু তৈয়ব (শাবিপ্রবি), তথ্য ও মিডিয়া সম্পাদক: ওয়াফিকা হেলালী নিহা (চবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. সালমান (জাবিপ্রবি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: শাকিল মো. শাওন (চমেক), আইন বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম (চবি), সাহিত্য সম্পাদক: জাহেদুল ইসলাম (চবি), ক্রীড়া সম্পাদক: মু. রাদ শাহমাত তা-সীন (চবি), ধর্ম সম্পাদক: মো. ইব্রাহিম কোরাইশী (ইবি), সাংস্কৃতিক সম্পাদক: সুরাইয়া মেহেরিন রুহি (সিভাসু), সমাজসেবা সম্পাদক: তাহসির রহমান মানিক (শেকৃবি), কার্যনির্বাহী সদস্য: অন্তর দে (কানইমেক), তানজিলুর রহমান (চবি), রাকিব মো. আরজু (নোবিপ্রবি)
নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ বলেন, “সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়াটা দায়িত্বের পাশাপাশি এক বড় সম্মান। আমরা সবাই মিলে পুসাহকে মহেশখালীর শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে একটি ইতিবাচক প্ল্যাটফর্মে পরিণত করব।”
এই কমিটি আগামী এক বছর সংগঠনের নেতৃত্ব দেবে।