বিডিটাইম ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নিউটাউন এলাকায় সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।
পরে তাদের গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুটি ভৈরব পৌর কবরস্থানের পাশে খেলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার তিন কিশোর ৬০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমে শিশুটি অস্বীকৃতি জানালে তারা তাকে ফুসলিয়ে ভৈরবপুর উত্তরপাড়া বৈশাখী মাঠের কাছে রেললাইনের নিচে ঝোপে নিয়ে গিয়ে বলাৎকার করে।
বর্তমানে শিশুটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন।
শিশুটির মা বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে পুলিশ অভিযুক্ত তিন কিশোরকে নিউটাউন এলাকা থেকে আটক করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, “বলাৎকারের ঘটনায় তিন কিশোরকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।”
স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।