বিডিটাইম ডেস্ক
ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে ইরান।
শনিবার (১৪ জুন) রাতে এই হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিব ও পবিত্র শহর জেরুজালেমে বিস্ফোরণ ও সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশেই আগুন জ্বলতে দেখা গেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, মধ্য ইসরায়েলের অন্তত সাতটি স্থানে রকেট আঘাত হেনেছে। আরেকটি সংবাদমাধ্যম হাওম জানায়, এসব রকেট ইরান থেকেই নিক্ষেপ করা হয়েছে।
তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় সাতটি স্থানে আঘাত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, “ইসরায়েলের বর্বরতার জবাবে প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে।” এই হামলাকে তারা “সীমিত প্রতিরোধ” হিসেবে আখ্যায়িত করেছে, যদিও শত শত ক্ষেপণাস্ত্র একযোগে ছোড়া হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, এই হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতে পারে। এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে পূর্ণ প্রতিক্রিয়া আসেনি, তবে পাল্টা হামলার আশঙ্কা রয়েছে।