Top 5 This Week

ফেনীতে কুবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্যারিয়ার আড্ডা

Spread the love

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এলামনাই এসোসিয়েশন ফেনীর আয়োজনে সাবেক ও বর্তমান ফেনী জেলা থেকে পড়তে আসা কুবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ফেনী এসোসিয়েশনের অব কুবি’র সভাপতি নাঈম খন্দকারের সঞ্চালনায় ফেনী শহরের একটি রেঁস্তোরায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কুবির ম্যানেজমেন্ট বিভাগের ১ম ব্যাচ এবং ফুলগাজী সরকারি কলেজের প্রভাষক কাজী মো. আরমানের সভাপতিত্বে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এরপর কুবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত দুই প্রভাষক সিএসই ৬ষ্ঠ ব্যাচের জাহিদ হোসেইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় ব্যাচের আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং ৪৩তম বিসিএসে গেজেটেড সোনাগাজী সরকারি কলেজের প্রভাষক ও ইংরেজি ৪র্থ ব্যাচের মো. আবদুল আজিজ মাসুদকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় ব্যাংকিং, সরকারি চাকরি, বিদেশে উচ্চশিক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, কর্পোরেট চাকরি, লাইফ স্কিলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাবেক শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে অনুষ্ঠানের সভাপতি কাজী মো. আরমান শিক্ষার্থীদের নিজেদের সুযোগ ও সাধ্যমতো ক্যারিয়ার ঠিক করার চেষ্টা করতে বলেন৷ পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ধরে রেখে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে যোগাযোগ ধরে রাখার আহ্বান জানান।

ফেনী এসোসিয়েশনের অব কুবির সভাপতি নাঈম খন্দকার বলেন, সিনিয়র ভাইদের পরামর্শগুলো আমাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে৷ পাশাপাশি ভাইদের কাছে অনুরোধ থাকবে বিষয়ভিত্তিক সেশনগুলো আলাদাভাবে আয়োজন করতে৷ এতে আরো বিস্তারিতভাবে বিষয়গুলো জানা যাবে।

এসময় উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) ২য় ব্যাচ ও শাহজালাল ইসলামি ব্যাংকের ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার মো. গোলাম আজাদ, ফিন্যান্স ৯ম ব্যাচের আল নাহিয়ান, বাংলাদেশ ব্যাংকের জেনারেল অফিসার আরাফাত জুয়েল, সিএসই ৩য় ব্যাচ ও এসিস্ট্যান্ট প্রোগ্রামার ইমরান হোসেন, ইংরেজি ৪র্থ ব্যাচের মো. আকতার হোসেন, ইংরেজি ৩য় ব্যাচ ও ফেনী ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান বুশরা জেসমিন ত্রিশা, মার্কেটিং ৩য় ব্যাচ ও নিপ্পন পেইন্টসের এরিয়া ম্যানেজার নাজমুস সাকিব, ইংরেজি ২য় ব্যাচের মো. হাবিবুর রহমানসহ সাবেক ও বর্তমান আরো অনেক শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish