Top 5 This Week

ঘরজুড়ে আনন্দ ছিল, ট্রেন এসে সব নিয়ে গেল

বিডিটাইম ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় গ্রামের আবু তাহেরের ঘরে নতুন করে এসেছিল আনন্দ। ছোট ছেলে মো. আনিস মাত্র ১৭ দিন আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মারুফা খাতুনকে।

ঘরজুড়ে ছিল উৎসবের রং, হাসি-আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু বৃহস্পতিবার রাতে একটি ট্রেনের ধাক্কা কেড়ে নিল সেই আনন্দ, নিভিয়ে দিল সব আলো।

স্থানীয় বিএসআরএম কারখানায় কর্মরত তিন বন্ধু—আনিস, রিয়াজ ও আরাফাত—বকেয়া বেতন তুলতে যাচ্ছিলেন রেললাইন ধরে হেঁটে। হঠাৎ বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রেন পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত আনিসের বোন আইরিন সুলতানা বলেন, “ভাই রেললাইনে বসে গেম খেলছিল এমন গুজব মিথ্যা। তারা কাজে যাচ্ছিল, কিন্তু আর ফেরেনি।”

আনিসের বাবা আবু তাহের বলেন, “ছেলেটাই ছিল সংসারের ভরসা। ঘরে নতুন বউ এসেছে, একটু হাসি ফিরেছিল আমাদের মুখে। এখন সব শেষ। ট্রেন সব নিয়ে গেল।”

নববধূ মারুফা খাতুন নির্বাক। মাত্র ১৭ দিন আগের বিয়ের স্মৃতি আর চোখের সামনে স্বামীর জানাজা—এই বাস্তবতা মেনে নিতে পারছেন না তিনি।

এ ঘটনায় সীতাকুণ্ড রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেললাইনের একটি ক্ষতিগ্রস্ত কালভার্টের কারণে আপ লাইনের ট্রেন ডাউন লাইনে চলাচল করছিল, যা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish