Top 5 This Week

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ আজ

বিডিটাইম ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময়সীমা আজ রোববার (২২ জুন) শেষ হচ্ছে। এরপর থেকে ইসি আবেদনগুলো প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে।

নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। তবে দল নিবন্ধনের জন্য বহু শর্ত পূরণ করতে হয়, যেগুলোর কিছু শর্ত গণ–অভ্যুত্থানের পর গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সহজ করার সুপারিশ করলেও তা এখনো কার্যকর হয়নি। ফলে আগের কঠোর শর্ত অনুযায়ীই আবেদন গ্রহণ করছে ইসি।

গত ১০ মার্চ ইসি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে নতুন দলের নিবন্ধনের আহ্বান জানায়। প্রথমে আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল, তবে বিভিন্ন দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। আজই নিবন্ধনের আবেদন জমা দেবে বলে জানিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’।

ইসি সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের আবেদন জমা দিয়েছিল। এরপর আরও ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন করে। ফলে চূড়ান্তভাবে এখন কতটি দল আবেদন করেছে, তা এখনও গণনা চলছে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি, তবে এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যার মধ্যে ৮১টি দল প্রাথমিক বাছাইয়েই বাদ পড়ে। শেষ পর্যন্ত দুটি নামসর্বস্ব দল নিবন্ধন পায়।
নিবন্ধনের জন্য যেসব শর্ত রয়েছে:
একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় কমিটি, অন্তত এক–তৃতীয়াংশ জেলায় কার্যকর কার্যালয়,অন্তত ১০০টি উপজেলা বা মহানগর থানায় কার্যালয়, যেখানে প্রতিটিতে কমপক্ষে ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।

এর বাইরে নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিধান থাকতে হয়। যেমন কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির সদস্য নির্বাচিত করা, সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ সদস্যপদ নারীদের জন্য নির্ধারিত রাখা এবং পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা, শিক্ষক-শিক্ষার্থী বা শ্রমিক ও অন্য কোনো পেশার সদস্যদের সমন্বয়ে অঙ্গ বা সহযোগী সংগঠন না থাকা ইত্যাদি।

নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করেছে, তাদের কাগজপত্র যাচাই শেষে মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাই করবেন ইসির কর্মকর্তারা। এর ভিত্তিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং কমিশন যে-সব দল শর্ত পূরণ করবে, তাদের নিবন্ধনের অনুমোদন দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish