Top 5 This Week

বুমরাহতে কাবু ইংল্যান্ড

বিডিটাইম ডেস্ক

হেডিংলিতে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে উত্তেজনা তুঙ্গে। প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটাররা তিনটি সেঞ্চুরি করেন, যার জবাবে ইংল্যান্ড পায় মাত্র একটি শতরান।

তারপরও রোমাঞ্চকর লড়াইয়ে খুব একটা পিছিয়ে পড়েনি ইংল্যান্ড। ভারতের ৪৭১ রানের জবাবে তারা অলআউট হয়েছে ৪৬৫ রানে। ফলে ভারত দ্বিতীয় ইনিংসে নেমেছে মাত্র ৬ রানের লিড নিয়ে।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন জসপ্রিত বুমরাহ। তিনি একাই ৫ উইকেট তুলে নেন। এছাড়া প্রাসিদ কৃষ্ণ ৩টি ও মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে ওলি পোপ সেঞ্চুরি করেন, ১০৬ রান করে আউট হন তিনি। বেন ডাকেট করেন ৬২ রান। হ্যারি ব্রুক দুর্ভাগ্যবশত ৯৯ রানে থেমে যান। জেমি স্মিথ করেন ৪০ রান, ক্রিস ওকস ৩৮ এবং জো রুট করেন ২৮ রান।

দ্বিতীয় ইনিংসে ভারতের শুরু ভালো হয়নি। ২১ ওভার শেষে ২ উইকেটে তাদের সংগ্রহ ৮২ রান। জয়সওয়াল ৪ রান এবং সাই সুদর্শন ৩০ রান করে আউট হয়েছেন। ক্রিজে আছেন লোকেশ রাহুল, ৪৬ রানে অপরাজিত। ভারতের লিড দাঁড়িয়েছে ৮৮ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish