Top 5 This Week

বিকেএসপি কাপ টেবিল-টেনিসে রানার্সআপ যবিপ্রবি

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি :

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা কর্তৃক আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ সিঙ্গেল ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।

টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, রানার্সআপ হতে পেরে ভালো লাগছে তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ।

উক্ত টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রাকিব রায়হান বলেন, ফাইনাল ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ছিল কিন্তু প্রতিপক্ষ দল স্বাগতিক হওয়ায় ওরা কিছু সুবিধা পেয়েছে।আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো খেলেছে এজন্য তাদেরকে অভিনন্দন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম আরও সুযোগ পায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish