Top 5 This Week

মহানবীকে কটুক্তির অভিযোগে কবি সোহেল হাসান গ্রেপ্তার

Spread the love

বিডিটাইম ডেস্ক :

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক কবিতা লেখার অভিযোগে ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষক ও কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে কবি সোহেল হাসানকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সোহেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার সিএমএম আদালতের একজন কর্মকর্তা বলেন, “গালিবকে একটি নন-এফআইআর(অধর্তব্য) মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

গালিবের বড় ভাই নাজমুল হুদা সেতু বলেন, “গত কয়েকদিন থেকেই ফেসবুকে বিভিন্ন হুমকি পাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ছিল গালিব, আমাদেরও সেকথা জানিয়েছিল।”

“গালিবকে বৃহস্পতিবার রাতেই পুলিশ নিয়ে গেছে। শুনেছি আজ (শুক্রবার) তাঁকে আদালতেও তুলেছে। মবের ভয়ে আমরা এরপর আর কোনোও খোঁজ নিতে পারিনি, আদালতেও যেতে পারিনি।”

এর আগে গত বুধবার সোহেল হাসান গালিবের বিরুদ্ধে তাঁর ফেসবুক পোস্টে হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি কটুক্তি করার অভিযোগে লিখিত প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল নামে একটি সংগঠন।

প্রেরক ইমরান হোসেন দাওয়াহ সার্কেলের পক্ষে প্রতিবাদ লিপিতে লিখেছেন, “স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, নবী (স.)-এর নামে কোনো ধরনের অবমাননা বা কটুক্তি বরদাশত করা হবেনা। তাঁর (সোহেল হাসান) এই অপমানজনক মন্তব্যে শুধু মুসলিম সমাজ নয়, বরং সমগ্র মানবতার অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে।”

বিবৃতিতে সোহেল হাসান গালিবের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে গালিবকে গ্রেপ্তারের দাবি জানায়।

জানা যায়, এবারের বইমেলায় উজান প্রকাশনী থেকে প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তাঁর বিরুদ্ধে ‘নবীকে কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।

এদিকে গালিবের বিরুদ্ধে বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তার শঙ্কায় গত তিন দিন ধরে বইমেলায় স্টল বন্ধ রেখেছে উজান প্রকাশনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish