বিডিটাইম ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) থেকে টিএসসি ও ভিসি চত্বর এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল সড়কগুলোয় পুলিশ ও প্রক্টরিয়াল টিমের যৌথ টহল চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ, ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি বিস্ফোরণ ও সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এলাকায় ককটেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনার পৃথকভাবে তদন্ত করছে পুলিশও। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া, মঙ্গলবার টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অচিরেই এ মামলায় চার্জশিট দেওয়া হবে। তোফাজ্জল হত্যা মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ করেছে পিবিআই। আগামী ২৪ জুলাই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ৬ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
তাদের দাবিগুলো হলো: ক্যাম্পাসের অকার্যকর সিসিটিভিগুলো সচল করা ও নজরদারি বাড়ানো , গুরুত্বপূর্ণ মোড়ে নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন, দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের টহল কার্যক্রম জোরদার, নিরাপত্তা টহলের যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জামের সংখ্যা বৃদ্ধি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা, ছাত্রীদের হলগুলোয় বিশেষ নজরদারি ও নিরাপত্তাহীন উদ্বাস্তুদের উচ্ছেদ করে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা।
ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেন, “আমরা প্রক্টর স্যারের সঙ্গে সাক্ষাৎ করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিষয়ে আমাদের ৬ দফা দাবি তুলে ধরেছি। আমরা চাই পুরো ক্যাম্পাসকে কার্যকর সিসিটিভির আওতায় আনতে হবে এবং ছাত্রীদের দূরবর্তী হলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে এবং নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।