Top 5 This Week

৩০ আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশের ডাক

বিডিটাইম ডেস্ক

বেতন বৈষম্য,পদোন্নতি এবং উচ্চতর গ্রেড সংক্রান্ত তিন দফা দাবিতে আবারও মাঠে নামছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করবে ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

বুধবার (২৫ জুন) রাতে সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা জুলাইয়ে কোনো কর্মসূচি দিচ্ছি না। আগস্টে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে আরও জোরদার করব।”

সহকারী শিক্ষকদের তিন দফা দাবিগুলো, সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ হিসেবে ১১তম গ্রেডে উন্নীতকরণ – কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার চাওয়া হয়েছে, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা এবং দ্রুত পদোন্নতি নিশ্চিত।

গত ২৬ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন সহকারী শিক্ষকরা। এতে দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়। ফলে লাখো শিশু শিক্ষার্থী শ্রেণিকক্ষে ফিরতে না পেরে ফিরে যায় বাড়ি।

পরে ২৯ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হয়। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় এবার নতুন করে মহাসমাবেশের ঘোষণা এলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। সেখানে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মরত, যাদের মধ্যে সাড়ে তিন লাখই সহকারী শিক্ষক। বর্তমানে প্রধান শিক্ষকেরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন, কিন্তু সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে রয়েছেন।

এই বৈষম্যই আন্দোলনের প্রধান কারণ বলে জানিয়েছে ঐক্য পরিষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish