Top 5 This Week

এবার বাংলাদেশি ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত

বিডিটাইম ডেস্ক

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। তবে সমুদ্রপথে ভারতের নভাসেবা বন্দরের মাধ্যমে এসব পণ্য আমদানি করার সুযোগ রাখা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত পণ্যের তালিকায় রয়েছে—কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, পাটজাত বিশেষ ধরনের কাপড়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই ৯ ধরনের পণ্য রপ্তানি হয়েছে ১৪ কোটি ৯৪ লাখ ডলার বা প্রায় ১,৬৪৫ কোটি টাকা। এর মধ্যে ১৪ কোটি ৭৭ লাখ ডলারের পণ্য স্থলবন্দর দিয়েই রপ্তানি হয়, অর্থাৎ এসব পণ্যের ৯৯ শতাংশই স্থলপথে রপ্তানিনির্ভর।

ভারতের নতুন নিষেধাজ্ঞায় এসব পণ্যের স্থলবন্দর-নির্ভর রপ্তানি কার্যত প্রতিবন্ধকতার মুখে পড়তে যাচ্ছে। তবে নেপাল ও ভুটানে বাংলাদেশ এই পণ্য রপ্তানি করলে, ভারতের মধ্য দিয়ে স্থলপথ ব্যবহারে কোনো বাধা থাকছে না, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা তিন মাসের মধ্যে ভারতের পক্ষ থেকে তৃতীয় দফা বিধিনিষেধ। এর আগে—৯ এপ্রিল, কলকাতা বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা বাতিল করে। ১৭ মে, পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক ও কাঠের আসবাব, সুতা ও কোমল পানীয়সহ বেশ কিছু পণ্যের স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।

বিশ্লেষকরা বলছেন, ভারতের এসব পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সীমান্তঘেঁষা ব্যবসা এবং স্বল্পপুঁজি নির্ভর পাট শিল্পের জন্য এটি চাপের কারণ হয়ে দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish