Top 5 This Week

গাজীপুরে প্রতিবেশীর বাড়ি দখলে গিয়ে যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে প্রতিবেশীর জমি ও বাড়ি দখলের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল। এ সময় এলাকাবাসীর প্রতিরোধ ও পুলিশের হস্তক্ষেপে তাকে আটক করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ও তার অনুসারীরা প্রতিবেশীর জমি ও বাড়ি দখলে নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা রুবেলকে একটি কক্ষে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলসহ জড়িতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জিজ্ঞাসাবাদে রুবেল জমি দখলের বিষয়টি স্বীকার করেছেন। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “রুবেলের বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।”

মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার অশোক কুমার পাল জানিয়েছেন, রুবেলকে বুধবার (২ জুলাই) আদালতে হাজির করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish