Top 5 This Week

শেখ রেহানার স্বামী ও দেবরের গাজীপুরের সম্পদ জব্দের আদেশ

গাজীপুর প্রতিনিধি

শেখ রেহানার স্বামী ড. শফিক সিদ্দিক এবং তার ছোট ভাই, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকীর মালিকানাধীন গাজীপুর সদরের জমিসহ একটি ১০ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সম্পদের প্রাক্কলিত মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

বুধবার (২ জুলাই)ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে জমি ও ভবন জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে কমিশনের কাছে তথ্য আসে, তারা উক্ত সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এবং চলমান তদন্তে কোনো ব্যাঘাত না ঘটাতে ওই স্থাবর সম্পত্তি জব্দ করা জরুরি। আদালত উভয়পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন।

অনুসন্ধানাধীন এসব সম্পদের মালিকানা পরিবর্তন, বিক্রয়, হস্তান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় লেনদেন করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish