Top 5 This Week

চট্টগ্রামে ঠিকাদার অপহরণ করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমে শ্রমিক সরবরাহকারী এক ঠিকাদারকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৩ জুলাই) সকাল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক, আর পাঁচদিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাশেদুল ইসলাম (৪২), মো. সালাহউদ্দিন (৪০), মো. কামরুদ্দিন (৩৭)

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে সীতাকুণ্ড থানা বিএনপির নেতারা তাদের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিএসআরএম কারখানা থেকে চা খেতে বের হলে ঠিকাদার পবিত্র চন্দ্র বর্মণকে আগে থেকে ওঁতপেতে থাকা আসামিরা জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে হালিশহর সাগরপাড় এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে আটকে রাখে। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে ২ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া, খালি স্ট্যাম্প ও চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

পরদিন (বুধবার) তিনি আকবরশাহ থানায় গিয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় বলা হয়েছে, আসামিরা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বিএসআরএমে শ্রমিক সরবরাহ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,“চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত রিমান্ড শুনানি অপেক্ষমাণ রেখে আসামিদের কারাগারে পাঠিয়েছেন।”

এ বিষয়ে সীতাকুণ্ড থানা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন,“যাদের গ্রেপ্তার করা হয়েছে, এই নামে কাউকে আমি চিনি না। তারা বিএনপির কেউ নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish