বিডিটাইম ডেস্ক :
ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিলঈদের জামাত রাস্তার ওপর পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। এমনকি জামাআতুল বিদার (রমজানের শেষ শুক্রবার) নামাজও নির্ধারিত মসজিদে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে; তাদের পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, যদি লোকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়, তাহলে তাদের পাসপোর্ট এবং লাইসেন্স বাতিল করা যেতে পারে এবং আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে।
আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই ধরনের নথি বাজেয়াপ্ত করা থাকে।