Top 5 This Week

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থী আহসান খানের মৃত্যু

ঢাবি প্রতিনিধি:

মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেইন হ্যামারেজ) ফলে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান খান।

সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহসান ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।

মৃত্যুর আগের দিন, রোববার, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা এনে ভর্তি করা হয় নিউরোসায়েন্স হাসপাতালে।

চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে আহসানের শরীরের বাম অংশ অবশ হয়ে যায়, এরপর থেকেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

আহসানের বাড়ি নরসিংদী জেলায়। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আহসানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধুরা আহসানকে স্মরণ করে শোক জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish