Top 5 This Week

যবিপ্রবির ন্যানো সার উদ্ভাবকের সঙ্গে মার্কিন কোম্পানি কোলা বায়োর চুক্তি

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি,

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও ন্যানো সারের উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলা বায়োর (Kulabio) মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫) এই চুক্তিতে স্বাক্ষর করেন কোলা বায়োর পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (ইনোভেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং) ড. ফ্রেডেরিক কেন্ডিরগি এবং যবিপ্রবির ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (NAME Lab)-এর প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর ও ন্যানো সারের উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান।

চুক্তি অনুযায়ী, কোলা বায়ো যবিপ্রবির NAME Lab থেকে উদ্ভাবিত ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তাদের নিজস্ব জৈব প্রযুক্তিও গবেষণার উদ্দেশ্যে NAME Lab-এর সঙ্গে ভাগাভাগি করবে। পরবর্তী পাঁচ বছর উভয় পক্ষ যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

ড. জাভেদ হোসেন খান বলেন, “আমরা মার্কিন প্রতিষ্ঠান কোলা বায়োর সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছি, এটি আমাদের জন্য এক বিশাল সুযোগ। সম্প্রতি আমি কোলা বায়োর বোস্টন কারখানা পরিদর্শন করেছি এবং প্রতিষ্ঠানটির সভাপতি ড. হ্যারিসন ইউনের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছি। তারা আমাদের প্রযুক্তিতে দারুণ আগ্রহ দেখিয়েছেন এবং দ্রুত আমাদের ল্যাব পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।”

উল্লেখ্য, ড. জাভেদ হোসেন খান দীর্ঘ সাত বছরের প্রচেষ্টায় পরিবেশবান্ধব ও খরচ-সাশ্রয়ী ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেন। যেখানে সাধারণ ইউরিয়া সারের প্রতি বিঘায় খরচ পড়ে প্রায় ৪২০০ টাকা, সেখানে তার উদ্ভাবিত ন্যানো সার ব্যবহারে এই খরচ মাত্র ২৩০ টাকা হবে। তার এ গবেষণার ফলাফল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish