Top 5 This Week

তেলের দাম লিটারে কমলো ১ টাকা

Spread the love

 

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থায় মে মাসের জন্য জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে কমিয়েছে সরকার। নতুন দর অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন—সব ধরনের তেলের দামই সামান্য হ্রাস পেয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ও পেট্রলের দামও লিটারে ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে সরকার তেলের দাম বাড়িয়েছিল লিটারে ১ টাকা করে।

২০২৩ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে সরকার। সেই ধারাবাহিকতায় কখনো দাম কমানো হচ্ছে, আবার কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে বা কিছুটা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ৩১ আগস্ট প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম সমন্বয় করে। এরপর প্রতি মাসে মূল্য পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish